রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯

ব্রাজিলের জয় আর্জেন্টিনার পরাজয়

নাজমুল হক: টানা দু'ম্যাচ জিতে বিশ্বকাপের চূড়ানত্ম পর্ব নিশ্চিত করার পর আবার পরাজয়ের বৃত্তে ফিরে এসেছে ম্যারাডোনার আর্জেন্টিনা। শনিবার রাতে প্রীতি ম্যাচে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে তারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের পরাজয়ের দিনে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

স্প্যানিশদের পক্ষে দুটি গোলেই করেছেন মিডফিল্ডার জাভি অলনসো। এরমধ্যে একটি পেনাল্টিতে। আর্জেন্টাইনদের একমাত্র গোলটিও এসেছে পেনাল্টি থেকে। এবং সেটি করেছেন লিওনেল মেসি। এদিকে আর্জেন্টিনার জন্য পরাজয়ের চেয়েও বড় দুঃসংবাদ আসতে পারে। কারণ গত মাসে উরুগুয়ের বিরুদ্ধে জিতে বিশ্বকাপ নিশ্চিত করার পর সাংবাদিকদের সঙ্গে অত্যনত্ম বাজে আচেরণ করেছিলেন কোচ ম্যারাডোনা। টিভি ক্যামেরায় অনেক অপ্রীতিকর কথাও বলেছিলেন। এজন্য রোববার সন্ধ্যায় জুরিখে ফিফা ডিসিপিস্ননারি ট্রাইবুনালের মুখোমুখি হবেন তিনি। ধারনা করা হচ্ছে বেশ কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। আর নিষেধাজ্ঞা পেলে বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে সাইডলাইনে থাকতে হবে ম্যারাডোনাকে।

অন্যদিকে ইংল্যান্ডের ওপর আধিপত্য বজায় রেখেছে ব্রাজিল। কাতারের দোহায় দ্বিতীয়ার্ধের শুরুতেই হেড থেকে ব্রাজিলের পক্ষে জয়সূচক গোলটি করেন নিলিমার। ১৯৯০ সালে সর্ব শেষ ব্রাজিলের বিরদ্ধে জিতেছিল ইংল্যান্ড। শনিবার রাতে বিশ্বকাপ নিশ্চিত করাদের প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি গোল শূন্য ড্র করেছে নেদারল্যান্ডের সঙ্গে। এছাড়া দক্ষিণ আফ্রিকাও গোলশূন্য ড্র করেছে জাপানের সঙ্গে। আর যুক্তরাষ্ট্র ১-০ গোলে হেরে গেছে স্লোভাকিয়ার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন